মেসি বার্সা ছাড়তে চেয়েছিলেন কেন?

0

বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি কর ফাঁকির তদন্তে জর্জরিত হয়ে একসময় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সিলোনা। এক সাক্ষাৎকারে তিনি নিজেই সেকথা জানিয়েছেন।

২০০৭-২০০৯ সালের ভেতরে তার বিরুদ্ধে ৪.‌১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। ১০ মিলিয়ন ইউরো জরিমানা দেওয়ার পাশাপাশি ২১ মাসের জেল হেফাজতও। যদিও প্রথমবারের অপরাধ বলে তাঁকে জেলে কাটাতে হয়নি।এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে মেসি বলেছেন, ‘‌২০১৩–১৪’তে করের সমস্যা শুরু হওয়ার পর সেটা আমার এবং পরিবারের কাছে খুব কঠিন সময় ছিল। সেই সময় ভেবেছিলাম ছেড়ে দিই। বার্সা নয়, আমার উদ্দেশ্য ছিল স্পেন ছাড়া। আমার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছিল। তাই আমি এখানে থাকতে চাইনি। তবে কেউ আমার জন্য অফারও দেয়নি। কারণ সবাই জানত আমি এখানে থাকব।’‌ তবে এখন বার্সিলোনার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে সমস্যা নেই মেসির। বলেছেন, ‘‌অনেক কিছুই হতে পারে। তবে এখানেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছে রয়েছে।’‌

স্প্যানিশ সংবাদমাধ্যমের জল্পনা উড়িয়ে মেসি জানিয়েছেন, আঁতোয়া গ্রিজম্যানের সঙ্গে তার কোন বিরোধিতা নেই। মেসির কথায়, ‘‌প্রথম বছরেই আমি চেয়েছিলাম ও আসুক। কারণ গ্রিজম্যান অন্যতম সেরা খেলোয়াড়। আমার কোনদিন ওর সঙ্গে সমস্যা ছিল না। মিথ্যা কথা।’‌ 

ক্রিশ্চিয়ানো রোনালদোও উঠে এসেছেন তার কথায়। মেসি বলেছেন, ‘‌ক্রিশ্চিয়ানো লা লিগায় থাকলে ভাল লাগত। এল ক্লাসিকোকে অন্য মাত্রা এনে দিয়েছিল ও।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com