ইউরো ২০২০ টুর্নামেন্টে কোয়ালিফাই করল বেলজিয়াম
গ্রুপ পর্বের সাতটি ম্যাচের প্রতিটিতেই জিতেছে বেলজিয়াম। এর মাধ্যমে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রেখে প্রথম দল হিসেবে ইউরো ২০২০ টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে তারা। বাছাইপর্বের ম্যাচে ‘আই’ গ্রুপের স্যান ম্যারিনোকে ৯-০ গোলে হারিয়ে দিয়েছে বেলজিয়াম। গোলের সংখ্যা নয়, বরং মাঠে দল যেভাবে একতাবদ্ধ হয়ে খেলেই তাতেই মুগ্ধ হয়েছেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ।
নিজ দেশের প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সিতে ৫০ গোল করার কীর্তি গড়েছেন রোমেলু লুকাকু। বৃহস্পতিবার প্রথমার্ধেই ছয় গোলে এগিয়ে যায় বেলজিয়াম। পরে বিরতির পর করে আরও তিন গোল। লুকাকু ২৮ ও ৪১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। দলের হয়ে আরও একটি করে গোল করেন নেসার চাদলি, টবি আল্ডেরওয়ারেল্ড, ইউরি তিলেমাসান, ক্রিস্তিয়ান বেনতেক, ইয়ারি ভারচাসেরান ও তিমোথি ক্যাসটাঙ্গে। এছাড়া ম্যারিনোর ক্রিস্তিয়ান ব্রোলি আত্মঘাতি গোল করেন।গ্রুপে সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বেলজিয়াম। একই গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে রাশিয়া ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।