ইরানের কাছে ১৪ গোলে বিধ্বস্ত কম্বোডিয়া

0

প্রায় চার দশকের অবসান ঘটিয়ে মাঠে বসে পুরুষদের ফুটবল দেখলেন ইরানের নারীরা। আর বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে কম্বোডিয়াকে ১৪-০ গোলে বিধ্বস্ত করলো ইরান। বৃহস্পতিবার ‘সি’ গ্রুপে ঘরের মাঠ আজাদি স্টেডিয়ামে কম্বোডিয়াকে আতিথেয়তা জানায় ইরান। 

এদিন এশিয়ান জায়ান্ট ইরানের হয়ে ম্যাচে চার গোল করেন স্ট্রাইকার করিম আনসারইফরাদ। এছাড়া হ্যাটট্রিক করেন সরদার আজমাউন। ম্যাচের দুই অর্ধে সমান সাতটি করে গোল করে স্বাগতিকরা। যেখানে পঞ্চম মিনিটে লিড এনে দেন আহমাদ নুরুল্লাহি।দলের হয়ে জোড়া গোল করেন মেহদি তারেমি ও মোহাম্মদ মোহেবি। আর একটি গোল করেন মেহরদাদ মোহাম্মদী। নিজেদের গ্রুপে দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইরান।

উল্লেখ্য, ১৯৮১ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে মাঠে বসে পুরুষদের ফুটবল দেখতে পারেনি দেশটির নারীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com