ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ছক্কার রেকর্ড!

0

বিশাখাপত্মনমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ভারত ও দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। এদিন টেস্ট ক্রিকেটের নির্দিষ্ট এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়ে এ দু’টি দল। 

দ্বিতীয় ইনিংসের ৩৫তম ওভারের দ্বিতীয় বলটিতে রবীন্দ্র জাদেজাকে মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান দক্ষিণ আফ্রিকান ড্যান পেইডট। এতেই এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড হয়।এরপর আরও একটি ছক্কা। ইনিংসের ৬১তম ওভারে সেই রবীন্দ্র জাদেজাকে আবারও ছক্কা হাঁকালেন কাগিসো রাবাদা। ছক্কার রেকর্ডটা আরও একটু বড় হলো।

এক টেস্টে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ছিল ৩৫টি। ২০১৪ সালে শারজায় পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচে এতগুলো ছক্কা মেরেছিল দু’দেশের ব্যাটসম্যানরা।

এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলো ভারত এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ড্যান পেইডটের ছক্কা দিয়ে পুরনো রেকর্ড ভেঙে ৩৬তম ছক্কা হয়েছিল বিশাখাপত্মনমে। রাবাদার ছক্কা দিয়ে হলো, ৩৭ ছক্কার মার। এর মধ্যে রোহিত শর্মা দুই ইনিংসে একাই মেরেছেন ১৩টি ছক্কা। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com