চেতেশ্বর পুজারাকে মাঠেই অপমান করলেন রোহিত
মামুলি বিষয় নিয়ে মাঠেই চেতেশ্বর পুজারাকে অপমান করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া বিশাখাপত্তনমে টেস্টে ২০৩ রানে জয় পায় স্বাগতিক ভারত। এ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসের সময় রোহিত শর্মা অপমান করেন চেতেশ্বর পুজারাকে। তিনি নন স্ট্রাইকে দাঁড়িয়েছিলেন এবং স্টাম্প ক্যামেরায় সেটা ধরা পড়ে। রোহিত চাইছিলেন দ্রুত একরান নিতে কিন্তু চেতেশ্বর পুজারা রাজি হননি। যে কারণে রেগে হিন্দিতেই পুজারাকে গালমন্দ করেন রোহিত। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
রোহিতের মতো কোহলিও এর আগে মাঠে অনেকবার এরকম করেছেন। রান নেয়ার চেষ্টা না করায় রোহিত বিরক্তি প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া সে ব্যাপারে একমত। তাতে যে বেন স্টোকসও একমত সেটা তিনি টুইট করে বুঝিয়ে দিয়েছেন।
ক্যারিয়ারের প্রথম টেস্টে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে দুই ইনিংসের সেঞ্চুরি তুলে নেন রোহিত। প্রথম ইনিংসে ১৭৬ রান করা ভারতীয় এ তারকা ওপেনার দ্বিতীয় ইনিংসে করেন ১২৭ রান।