নেতা-কর্মীদের প্রতি বিএনপির নির্দেশ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সরকারের সিদ্ধান্তের প্রেক্ষাপটে নেতাকর্মীদের প্রতি দলটি এক নির্দেশ জারি করেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিক রুহুল কবির রিজভীর ২৪ মার্চ সই করা ওই নির্দেশে বলা হয় যে নেতাকর্মীরা যেন বিএসএমএমইউ (পিসি হাসপাতাল)-এর সামনে বা ভেতরে জড়ো না হন।
এতে বলা হয়, চলমান করোনাভাইরাসের প্রেক্ষাপটে এই জমায়েতের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ হাসপাতাল সংশ্লিষ্টরা ও জমায়েত হওয়া নেতাকর্মীরা উচ্চ ঝুঁকিতে পড়তে পারেন তাই নেতাকর্মীদেরকে নিজ নিজ অবস্থানে থেকে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনা ও করোনাভাইরাসের মারণছোবল থেকে দেশবাসীকে রক্ষা করতে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করার আহ্বান করা হলো।