তিনি বাইরে যেতে না পারলে কিভাবে চিকিৎসা করাবেন?

0

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য উদগ্রীব হয়ে ছিলাম। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য উদগ্রীব হয়ে ছিলাম, আজ অন্তত এতটুকু শান্তি পাওয়া যাবে যে তিনি ৬ মাসের জন্য বেরিয়ে এসে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন। কিন্তু আমি চিন্তিত, তিনি বাইরে যেতে না পারলে কিভাবে চিকিৎসা করাবেন? আমরা এই বিষয়ে কথা বলছি, তারপরে আমরা জানাব।

তিনি আরো বলেন, আমি মনে করি, এই সিদ্ধান্ত আমাদের যাচাই করে দেখতে হবে। শর্ত সাপেক্ষে মুক্তি কতটা আমরা ইতিবাচকভাবে নেব, সেটা আমাদের দলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com