ঘনবসতির বাংলাদেশে পারস্পরিক দূরত্ব অসম্ভব: আলজাজিরা

0

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) এই সময়ে বাংলাদেশের মতো ঘনবসতির দেশে মানুষকে একে অপরের কাছ থেকে দূরে রাখা ‘অসম্ভব’ বলে মনে করছে আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা। তাদের অনলাইন সংস্করণে শনিবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

চীন থেকে ১৭০টির বেশি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। আরেকজন আইসিইউতে।

আলজাজিরার প্রতিবেদনে বাংলাদেশের গণপরিবহন এবং গাদাগাদি করে বসবাস করা বস্তির পরিবেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে।

নিম্ন আয়ের মানুষ ঢাকার কিছু রাস্তায় লেগুনায় যেভাবে যাতায়াত করেন, তাকে ‘অসহায়ত্বের’ সঙ্গে তুলনা করা হয়েছে।

ইউসুফ নামের ২৭ বছর বয়সী এক তরুণ লেগুনায় ওঠার আগে আলজাজিরাকে বলছিলেন, ‘সবাই পারস্পরিক দূরত্ব বজায় রাখার কথা বলছে। কিন্তু এই যানবাহনে আমরা কিভাবে দূরত্ব রেখে চলাচল করব। অফিস এখনো বন্ধ হয়নি। বাড়িতে বসে কাজের অনুমতিও দেয়া হয়নি। ওদিকে সিএনজিতে যাওয়ার সামর্থ্য নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে মানুষ থেকে মানুষকে দূরে থাকতে বলছে, সেটি রাজধানী ঢাকায় রীতিমতো ‘মিথ্যে কল্পনা’ বলে মন্তব্য করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটি। শুধু রাস্তায় নয়; বাসাবাড়িতেও একে অপরের থেকে আলাদা থাকা সম্ভব নয়। কারণ হিসেবে বলা হচ্ছে, এই শহরের প্রতি স্কয়ার কিলোমিটারে ২৩ হাজার ৩৩৪ জন মানুষ বসবাস করেন!

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com