খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে পরিবারের আবেদন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম এস্কান্দার।
জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার।
তিনি বলেন, গত ১৮ মার্চ চেয়ারপারসনের ভাই কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে আবেদন করেন।
দিদার বলেন, চেয়ারপারসনের সঙ্গে তার ভাই শামীম ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, বোন সেলিমা ইসলাম, নাতনি রাইসা ইসলাম ও তার দুই মাসের সন্তান লিলির নাম উল্লেখ করে আবেদন করা হয়েছে।
স্বজনরা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সর্বশেষ ৭ মার্চ দেখা করেছেন।
(ষড়যন্ত্রমূলক) দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারাসেলে চিকিৎসাধীন রয়েছেন।