তালু নয়, হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন বাহু দিয়ে

0

করোনাভাইরাস বা ‘কোভিড-১৯’ ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে হাঁচি, কাশির সময় হাতের তালু নয়, বাহু (‘আর্ম’) দিয়েই নাক, মুখ ঢাকা উচিত। বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার সংক্রমণ এড়ানোর জন্য এটাই অন্যতম সহজ আর বাস্তবসম্মত উপায়। কিন্তু কেন হাতের তালুর পরিবর্তে বাহু দিয়ে নাক, মুখ ঢাকতে বলা হচ্ছে?

সাধারণত হাঁচি-কাশির সময়ে আমরা হাতের তালুকেই ব্যবহার করে থাকি। ফলে হাঁচির সময় মুখ থেকে বেরিয়ে আসে বিন্দু আকারে পানিজাতীয় কফ। আর এতেই থাকে লক্ষ-কোটি জীবাণু। ফলে, সেই পানিজাতীয় কফে যদি কোভিড-১৯ এর ভাইরাস থাকে, তা হলে তা সহজেই বাতাসে মিশতে পারে। এর পরিবর্তে যদি বাহু ব্যবহার করা হয়, তবে সেই ভয়টা থাকে না। ফলে, হাত নয় বাহু দিয়ে নাক, মুখ ঢাকলে কোভিড-১৯-এর মতো ভাইরাস বাতাসে মেশার তেমন সুযোগ পায় না। তাই এ ক্ষেত্রে বাহুর ব্যবহার করাটাই সবচেয়ে ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com