পৃথিবীর কোনো স্বৈরশাসন বিচার বিভাগকে স্বাধীন থাকতে দেয় না
আওয়ামী লীগ নেতাকে দুর্নীতির মামলায় জামিন না দেয়ার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানকে কয়েক ঘণ্টার মধ্যে অপবাদ দিয়ে বদলী করে দেয়া হয়েছে। এর ৩০ মিনিটের মধ্যে নতুন বিচারক জামিনের ব্যবস্থা করেছেন।
এই সরকারই আবার বলে বিচার বিভাগ স্বাধীন! শুধু শুধু এসব বলে লাভ নেই। মানুষ এতো বোকা না। মানুষের মনে আছে স্বাধীনভাবে রায় দেয়ার পর দেশের প্রধান বিচারপতিকে কী হেনস্থা করে দেশছাড়া করেছিলেন। কী অবস্থা করেছিলেন তারেক রহমানকে খালাস দেয়া বিচারকের। মানুষের এগুলো ভোলার কথা না। খালেদা জিয়ার জামিন কেন হয় না মানুষ সেখান থেকে বুঝে নেয়। পৃথিবীর কোনো স্বৈরশাসন বিচার বিভাগকে স্বাধীন থাকতে দেয় না।