জনগণের শক্তির কাছে আ. লীগ পরাজিত হবেই: রবি

0

আওয়ামী লীগ জনগণের শক্তির কাছে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ১০ আসনের উপনির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।

বৃহস্পতিবার সকালে রবীন্দ্র সরোবর এলাকায় প্রাত:ভ্রমণকারীদের সঙ্গে গণসংযোগ এবং লিফলেট বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেখ রবিউল আলম রবি বলেন, নৌকা প্রতীক মানে এমপি। বাংলাদেশে এই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে বিধায় অরাজনৈতিক ব্যক্তিরা এমপি হতে চায়। রাজনীতি করে পার্লামেন্টে সংসদ সদস্য হতে হয় সেটা আওয়ামী লীগের মধ্যে নাই।

বিএনপির এ প্রার্থী বলেন, বর্তমানে জাতীয় সংসদে ৬৯ শতাংশ অরাজনৈতিক ব্যক্তিরা সংসদ সদস্য। এটা কেন হলো? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি নস্যাৎ করে দিয়েছে। বাংলাদেশ থেকে রাজনীতি নির্বাসিত করতে চায়। আওয়ামী লীগ নিজেরাও রাজনীতি করে না। অন্য দলগুলোকেও রাজনীতি করার সুযোগ দিচ্ছে না।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি গড়ে উঠেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে আদর্শে ও সততায়। এই দলের নেতাকর্মীদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা কোনো ব্যাপার না। আমরা এও জানি কীভাবে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয়। কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। এই উপনির্বাচনে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ত্যাগ স্বীকার করবে।

ধানের শীষের জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রবি বলেন, জয় নিয়ে আমি চিন্তিত নই। আমি একটা বিষয়ে চিন্তিত আওয়ামী লীগ কীভাবে তাদের দেউলিয়াত্ব প্রকাশ করবে। তারা কি ক্ষমতালোভী রাজনীতি অব্যাহত রাখবে; নৌকা বিজয়ী করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করবে। যদি করে তাহলে আমাদের প্রতিবাদ ও প্রতিরোধের দায়িত্ব বেড়ে যাবে। এমনও হতে পারে ঢাকা ১০ আসন থেকে শুভ সূচনা শুরু হতে পারে বিএনপির।

আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে বলেই জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠবে মন্তব্য করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দানবীয় আচরণ করছে বলে বিএনপি দানবীয় আচরণ করবে এমন নয়। জনগণই বিএনপির মূল শক্তি। আওয়ামী লীগ জনগণের শক্তির কাছে পরাজিত হবেই। তাদের সকল অপকর্মের জবাব জনগণের কাছে দিতেই হবে।

ধানের শীষের প্রার্থী রবিউল আলম বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনমত গঠন করছি। উজ্জীবিত করছি। গত ১১ বছর ধরে বিএনপি বসে নেই বিধায় আওয়ামী লীগ আজ পরাজিত শক্তি। রাষ্ট্র ক্ষমতায় থাকা মানে জয় না। আদর্শিকভাবে আওয়ামী লীগ পরাজিত শক্তি। আওয়ামী লীগের জনগণের প্রতি আস্থা নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com