তাইওয়ান চীনের সঙ্গে সংঘাত চায় না এবং সংঘাতের উসনিও দেবে না: সিয়াও বি-খিম

0

তাইওয়ান চীনের সঙ্গে সংঘাত চায় না এবং সংঘাতের উসনিও দেবে না বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সিয়াও বি-খিম। শুক্রবার (১৮ জুলাই) রাজধানী তাইপেতে তাইওয়ানের বিদেশী সংবাদদাতাদের ক্লাবে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

চীন বরাবরই তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তেকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিহিত করে আসছে। যদিও তাইওয়ান সরকার চীনের এ দাবির বিরোধিতা করে।

বিদেশী সংবাদদাতাদের ক্লাবে ভাইস প্রেসিডেন্ট সিয়াও বলেন, ‘গত কয়েক বছরে তাইওয়ানের ওপর চীনের চাপ কেবল বেড়েছে, কিন্তু এখানের জনগণ শান্তিপ্রিয়।’

তিনি বলেন, ‘আমরা সংঘাত চাই না; আমরা সংঘাত উসকেও দেব না।’

এ সময় তাইপে এবং বেইজিংয়ের মধ্যে লাইয়ের আলোচনার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি।

সিয়াও বলেন, ‘কয়েক দশক ধরে তাইওয়ানের জনগণ এবং ব্যবসা প্রতিষ্ঠান চীনের প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে অবদান রেখেছে, যা কেবল একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশের মাধ্যমেই সম্ভব হয়েছে। ’

তিনি বলেন, ‘আক্রমণাত্মক সামরিক অবস্থান বিপরীতমুখী এবং তাইওয়ান প্রণালীর উভয় পাশের জনগণকে প্রবৃদ্ধি ও সমৃদ্ধির এজেন্ডা অনুসরণ করার সুযোগ থেকে বঞ্চিত করে। ’

তিনি আরও বলেন, ‘(চীনের সঙ্গে) স্থিতাবস্থা রক্ষা করা আমাদের পছন্দ। এর কারণ এটি সহজ-তা নয়; বরং এটি দায়িত্বশীল এবং আমাদের সমগ্র অঞ্চলের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.