কুমিল্লায় যুবলীগ নেতার বিরুদ্ধে নির্যাতন ও সম্পদ দখলের অভিযোগ পাঁচ বোনের

0

কুমিল্লায় আপন পাঁচ বোনকে নির্যাতন ও তাদের পৈতৃক সম্পদ দখলের অভিযোগ উঠেছে মাসরুর হোসেন লিটন নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এমনকি বোনদেরকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টাও করছেন ওই নেতা।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর পূর্ব বাগিচাগাঁও এলাকায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পাঁচ বোন। এর আগে ভাইয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও একটি লিখিত অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে পাঁচ বোনের মধ্যে বক্তব্য রাখেন- নাহিদ ইসলাম ও রেশমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অপর তিন বোন- ইয়াসমিন আক্তার, নাসরিন আক্তার ও নাছিমা ইসলাম।

অভিযুক্ত ভাই যুবলীগ নেতা মাসরুর হোসেন লিটন নগরীর পূর্ব বাগিচাগাঁও শহীদ খাজা নিজাম উদ্দিন রোড এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আমার বাবা সিরাজুল ইসলাম বিমান বাহিনীতে চাকরির সুবাদে গ্রামের বাড়ি বুড়িচং এলাকায় জমি কেনেন। বাবা মারা যাওয়ার পর আমার মা সামসুন নাহার ওই জমি বিক্রি করে কুমিল্লা নগরীর পূর্ব বাগিচাগাঁও শহীদ খাজা নিজাম উদ্দিন রোড এলাকায় ৩ তলা ২ ইউনিট বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করেন।

তিনি বলেন, মা জীবিত থাকাবস্থায় আমরা পাঁচ বোন ও এক ভাইয়ের নামে পৃথক পৃথক সব সম্পত্তির জমা-খারিজ করে দেন। বর্তমানে আমরা ছয় ভাই-বোন যার যার সম্পত্তিতে দখলে রয়েছি। কিন্তু আমার ভাই যুবলীগ নেতা মাসরুর হোসেন লিটন আমাদের পাঁচ বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে পুরোটাই দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময়ে আমাদের হুমকি-ধমকি ও ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছেন। আমরা এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.