যারা কালো টাকা অর্জন করেছে, তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে: ফারুক

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা কালো টাকা অর্জন করেছে, তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে।

ফারুক বলেন, যারা ১৯৭১ সালে আমাদের পছন্দ করেনি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে,তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে।

বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল। ৭ দিন পরে শেখ হাসিনা ও এরশাদ মিলে তাকে হত্যা করেছে। এনসিপি আওয়ামী লীগকে যদি আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে পূর্বের ইতিহাস ঘেঁটে দেখবেন। আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসিত করতে দেওয়া যাবে না।

জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে যে চক্রান্ত করেছেন, তা কোনোকিছুতেই কাজ হবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যাকে ভোট দেবে, সেই সরকার গঠন করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.