বিএনপি হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন: আহমেদ আযম

0

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাইব্রিড দেশের অগ্রযাত্রাকে যেমন ব্যাহত করেছে, তেমনি দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। বিএনপি হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে নির্বাচনী এলাকা বাসাইলে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, এখন কতিপয় রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকমের কথা বলছে, কেউ পিআর পদ্ধতির কথা বলছে, কেউ সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ নানাজন নানাভাবেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশের শিল্পায়নকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশের সমৃদ্ধিকে পিছিয়ে দেওয়া। তাই কতিপয় রাজনৈতিক নেতাদের বলবো আসুন, রাজনৈতিক মাঠে আসুন। নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া যাবে না।

সনাতন ধর্মীয় লোকজনের যেকোনো প্রয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.