দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: আব্দুল আউয়াল মিন্টু

0

আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক দলের প্রধান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমাদের নতুন সদস্য বাড়াতে হবে। কারণ, ২০ বছর অনেক মানুষ ভোট দিতে পারেননি, যাঁদের ভোট দেওয়ার বয়স হয়েছে। সদস্য না করলে তাঁরা অন্য দলে ভিড়ে যাবেন। তবে লক্ষ রাখতে হবে, আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামি যাতে বিএনপিতে ঢুকতে না পারে।’

শনিবার  (২৮ জুন) বরিশাল নগরে বিএনপির সদস্য ফরম বিতরণ এবং সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিন্টু বলেন, ‘সদস্য করতে হলে বিএনপির আদর্শ ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি যাঁরা আস্থাশীল তাঁদের নিতে হবে। সদস্য না বাড়ালে বিএনপি আর বৃহত্তর দল থাকবে না। যাঁরা দায়িত্ব নিয়েছেন এবং পেয়েছেন, দুই মাস পরে দেখব জেলায় জেলায় কতটা সদস্য বাড়ল।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভেতর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, দ্বন্দ নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর বিএনপিতে অনেক প্রার্থীর ভিড়ে বাছাই করতে হয়। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে আমাদের দল ক্ষমতায় যেতে পারে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.