পারমাণবিক সহায়তার বদলে ইরান বোমাবর্ষণের শিকার

0

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শন চালিয়েছে। কিন্তু এই নজিরবিহীন স্বচ্ছতা ও সহযোগিতার প্রতিদান হিসেবে তেহরান সাহায্য না পেয়ে বরং বোমাবর্ষণের শিকার হচ্ছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন।

সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

ভাসিলি নেবেনজিয়া বলেন, ‘আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, ইসরাইল এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিষয়ক চুক্তি (এনপিটি) স্বাক্ষর করেনি। ফলে দেশটির ওপর আইএইএ’র পূর্ণাঙ্গ পরিদর্শন ব্যবস্থা কার্যকর নয়। বিপরীতে ইরান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আইএইএ পরিদর্শনের শিকার।’

তিনি আরও বলেন, ‘অথচ এই দৃষ্টান্তমূলক সহযোগিতার জন্য ইরান সহায়তা পাওয়ার বদলে একের পর এক বোমাবর্ষণের শিকার হচ্ছে—একটি এমন রাষ্ট্রের পক্ষ থেকে, যারা নিজেরাই এনপিটি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে। এটি এক নিষ্ঠুর ও নিন্দনীয় পরিস্থিতি।’

২২ জুন ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান—এই তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। তিনি বলেন, তেহরানকে এখন সংঘাতের অবসানে সম্মত হতে হবে।

এর আগে, গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার মূল লক্ষ্য হচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি দমনে চাপ সৃষ্টি করা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.