টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
মিরপুর টেস্টে টস ভাগ্যে পরাজয় মুমিনুল হকের। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন ভাগ্য পরীক্ষায় জয়ীর হাসি হাসলেন। অনুমিত ভাবেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অতিথি দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি মাঠে গড়িয়েছে সকাল সাড়ে ৯টায়।
কোনো ফরম্যাটেই বাংলাদেশ সম্প্রতি ভালো করতে পারছে না। টেস্ট অবস্থাটা সবচেয়ে বেশি নাজুক। সবশেষ ৬ টেস্টের ৫টিতেই টাইগাররা হেরেছে ইনিংস ব্যবধানে।
উল্টো দিকে জিম্বাবুয়ের পারফরম্যান্সও এতটা নড়বড়ে নয়। সবশেষ ৫ টেস্টের একটিতে ড্র ও একটিতে জয় আছে তাদের। ড্র’টাও আবার সবশেষ ম্যাচে। গেল জানুয়ারিতেই হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে।
আর জয়টা বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের নভেম্বরে, সিলেটে। যে জয়কে প্রেরণা হিসেবে নিয়ে সফরকারীরা মাঠে নামছে আজ। আর বাংলাদেশ নিজেদের ঘরে তাদের ‘প্রিয় শিকার’ জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামছে চাপ নিয়ে।