‘ভারতকে হারানো সম্ভব

0

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ১৫ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তার আগে ১০ অক্টোবর হোম ম্যাচে কাতারের মুখোমুখি হবে লাল-সবুজরা। এ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন জামাল-জীবনরা। বুধবার প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন ২৬ ফুটবলার।

জাতীয় দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন বলেন, ‘আমরা প্রতি ম্যাচেই পয়েন্ট পেতে চাই। এশিয়ার এক নম্বর দল কাতার। তাদের শক্তিমত্তা সম্পর্কে আমাদের ধারণা আছে। সেসব মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’ ওমানের কাছে ২-১ গোলে হারার পর কাতারের কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নিয়েছে ভারত।

ওই ম্যাচ নিয়ে জীবন বলেন, ‘ম্যাচটি আমি দেখেছি। ম্যাচে কাতার অনেক সুযোগ কাজে লাগাতে পারেনি। ভারত আমাদের কাছাকাছি মানের দল। তবে সাম্প্রতিক সময়ে ওরা টেকনিক্যালি এগিয়েছে। তারপরও আমার বিশ্বাস, সেরাটা দিতে পারলে ভারতকে হারানো সম্ভব। গত বিশ্বকাপ বাছাইপর্বে প্রায় প্রতিটি ম্যাচে আমরা চার-পাঁচ গোলে হেরেছি। এবার তেমন হওয়ার সম্ভাবনা কম। আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com