প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হবে না: উপদেষ্টা

0

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা পুরো না হলে অদক্ষ লোক তৈরি হবে। অকাজের লোক হবে, সমাজের জঞ্জাল বাড়াবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হবে না।

রোববার (৪ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় বাচ্চা পড়াশোনা পারে কিনা তার ওপর বেশি গুরুত্ব দেবেন। যদি কোন বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হয়, আপনি স্কুলের শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শাবেন। একদম লিখিতভাবে কারণ দর্শাতে হবে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নিবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকে কী শিক্ষা দেওয়া হবে, তার নির্দিষ্ট কারিকুলাম রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবাই এটি অনুসরণ করবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করার নীতিমালা রয়েছে। দেখভালের দায়িত্বও আমাদের রয়েছে। সেক্ষেত্রে কাজ করছি, তবে আমাদের সাংগঠনিক কাঠামো আরও জোরদার করা দরকার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.