ছয় দফা দাবি আদায় ও হামলার প্রতিবাদে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের

0

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে রাজধানীতে মহাসমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত আগারগাঁওয়ের নতুন সড়ক এলাকায় ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ সমাবেশ করেন তারা।

দেড় ঘণ্টাব্যাপী মহাসমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা আগামীতে সারাদেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মিলিত সিদ্ধান্তে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.