ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি ও রোনালদো

0

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো– দুজনেই এখনো মাঠ কাঁপাচ্ছেন, আর তাদের মধ্যকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে।

সাম্প্রতিক ম্যাচে সৌদি প্রো লিগে আল-রিয়াদের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ৯৩৩-তে।

অন্যদিকে, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মায়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে জোড়া গোল করে মেসির মোট গোল হয়েছে ৮৫৭।
পরিসংখ্যানে মুখোমুখি:
মোট গোল (ক্লাব ও দেশ মিলিয়ে)
ক্রিস্টিয়ানো রোনালদো: ৯৩৩ গোল (১,২৭২ ম্যাচে)
লিওনেল মেসি: ৮৫৭ গোল (১,০৯২ ম্যাচে)

রোনালদো বয়সে কিছুটা বড়—৪০ পেরিয়েও দুর্দান্ত খেলছেন, এবং তার লক্ষ্য ১ হাজার গোল ছোঁয়া। মেসি বর্তমানে ৩৭ বছর বয়সে, তাই সময়ের হিসেবে কিছুটা এগিয়ে আছেন তিনি।

দুজনই তাদের ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে গোলের পর গোল করে গেছেন, এবং এই প্রতিযোগিতা এখনো শেষ হয়নি।

সর্বকালের সেরা পাঁচ গোলদাতা:

১. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) – ৯৩৩ গোল
২. লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ৮৫৭ গোল
৩. জোসেফ বিকান (অস্ট্রিয়া) – ৮০৫ গোল
৪. রোমারিও (ব্রাজিল) – ৭৭২ গোল
৫. পেলে (ব্রাজিল) – ৭৫৭ গোল

রোনালদো ও মেসি ইতিমধ্যেই সব পুরনো রেকর্ড ভেঙে ফেলেছেন। ১৯৩০–৫০-এর দশকে খেলা জোসেফ বিকান ছিলেন এতদিনের রেকর্ডধারী, এখন সে জায়গায় রোনালদো এবং মেসি একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন।

কে হবেন সবার সেরা?

এখনো নিশ্চিত করে বলা কঠিন, কে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করে ফুটবল ইতিহাসে নিজের নাম লেখাবেন সবার ওপরে। তবে এটুকু নিশ্চিত, এই যুগসেরা দুই কিংবদন্তির এমন অসাধারণ প্রতিযোগিতা আর সহজে দেখা যাবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com