কুষ্টিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

কুষ্টিয়া সদরের বটতৈলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার ফিরোজ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নয়ন ইসলাম (২৫) ও রনি (২৬)। তারা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের কর্মী। অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

এদিকে দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক আটকে বিক্ষোভ করছেন। এতে বটতৈল মোড়ের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব বলেন, এলাকাবাসী মরদেহ উদ্ধারে বাধা দিচ্ছেন। তাদের দাবি, বাসের মালিককে হাজির করতে হবে। তার আগে মরদেহ নেওয়া যাবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.