ঈদ শেষে পূর্বের দামে ফিরে এসেছে মাংসের বাজার, স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে

0

বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদকে কেন্দ্র করে চাহিদা বাড়ে মাংসের। আর সেই চাহিদা বাড়ার কারণে এর দামও বেড়ে গিয়েছিল। তবে স্বস্তির খরব, ঈদ শেষ হতেই কমতে শুরু করেছে মাংসের বাজার। এরইমধ্যে ঈদ শেষে পূর্বের দামে ফিরে এসেছে মাংসের বাজার। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, শ্যামপুর, মিরপুর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকার বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে।

কারওয়ান বাজারে এদিন প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা ঈদের আগেও বিক্রি হয়েছে ২৪০ টাকায়। এছাড়া সোনালি মুরগির দামও কমেছে। এক কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩১০ টাকায়। ঈদের আগে যা ছিল ৩২০-৩৩০ টাকা কেজি।

গরুর মাংসের বাজারেও স্বস্তি ফিরেছে। ঈদের আগে হঠাৎ কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়ে গিয়েছিল গরুর মাংসের দাম। তখন ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ফের নেমে এসেছে ৭০০ থেকে ৭৫০ টাকায়।

মাছের বাজারে প্রতি কেজি রুই ৩৫০ থেকে ৪২০ টাকা, কাতল ৩৮০ থেকে ৪৫০ টাকা, চাষের শিং ৫৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, কোরাল ৭৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা ও তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি বোয়াল ৭৫০ থেকে ৮০০ টাকা, পোয়া ৪৫০ টাকা, আইড় ৮০০ থেকে ৯০০ টাকা, টেংরা ৬৫০ থেকে ৭০০ টাকা, দেশি কৈ ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা ও শিং ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারে প্রতি কেজি করলা ৬০-৭০ টাকা, বরবটি ৩০-৪০ টাকা, ঢ্যাঁড়শ ৩০ টাকা, আলু ২০-২২ টাকা, মিষ্টি আলু ৩০ টাকা, কচুর লতি ৪০-৫০ টাকা ও পটোল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পেঁপে ৫০ টাকা, গাজর ৩০ টাকা, টমেটো ২০ টাকা, শিম ২৫ টাকা, সজনে ডাটা ১০০ টাকা ও ধনেপাতা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন ৫০-৭০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। আর প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। প্রতি পিস চালকুমড়া ৫০ টাকা ও লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায় ও প্রতিকেজি আদা বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com