শিক্ষাপ্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করে খেয়েছে আওয়ামী লীগ: আবুল খায়ের
আওয়ামী লীগ সারাদেশে লুটপাট করে খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা জেএম হাট উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সারাদেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করে খেয়েছে। এখন কারো হদিস নেই। এ হলো দেশের অবস্থা।
তিনি আরও বলেন, শেখ হাসিনা এ দেশের যত মায়ের বুক খালি করেছে, যত অত্যাচার নির্যাতন করা হয়েছে। ৬২ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দেওয়া হয়েছে। গত রমজানে (২০২৪ সাল) আমাকে জেলে পাঠানো হয়েছে। এটি ছিল হাসিনার নমুনা।
রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিরুল জামিন ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক গাজী মনির আহমেদ।