ডিপিএলে মুস্তাফিজ খেলবে কি না সেটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করছে: কোচ তালহা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ঈদ-পূর্ববর্তী পর্ব গত মঙ্গলবার শেষ হয়। এরপর থেকে ক্রিকেটাররা ঈদের ছুটিতে অবস্থান করছেন নিজের বাড়িতে। ঈদ উদযাপন শেষে আগামী ৬ এপ্রিল থেকে আবারও ডিপিএল মাঠে গড়াবে। ঘরোয়া এই প্রতিযোগিতার গ্রুপপর্বে এখনও তিন ম্যাচ করে বাকি রয়েছে দলগুলোর। গ্রুপপর্ব শেষেই হবে সুপার লিগের খেলা।
যদিও চলমান ডিপিএলে এখন পর্যন্ত দেখা যায়নি জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে। শুরুতে জানা গিয়েছিল ক্লাবগুলোর সঙ্গে পারিশ্রমিক চুক্তি ঠিকঠাক না হওয়ায় খেলছেন না ফিজ। তবে এরপর জানা যায়, তিনি কাঁধের ইনজুরিতে ভুগছেন। তবে সেটা গুরুতর কিছু নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় সেই চোট পেয়েছিলেন বাঁ-হাতি টাইগার পেসার।
সে হিসেবে টুর্নামেন্ট শেষে বেশ কিছুদিন বিশ্রামে রয়েছেন মুস্তাফিজ।
এদিকে, মুস্তাফিজের সঙ্গে ডিপিএলের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব যোগাযোগ করেছে। এখন সবকিছু নির্ভর করছে ফিজের ওপর। এমনটাই জানালেন দলটির প্রধান কোচ তালহা জুবায়ের। তিনি বলছিলেন, ‘আমরা সবসময় আগ্রহী রয়েছি। এখন ঈদের পর মুস্তাফিজ খেলবে কি না সেটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করছে।’