মাটিতে পা পড়ে না ঐশ্বরিয়ার, খুবই অহঙ্কারী— কী এমন করেছিলেন অভিনেত্রী

0

বলিউডের সঙ্গে সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের দূরত্ব বেড়েছে। অনেক দিন হয়ে গেল কোনো সিনেমাতে অভিনয় করছেন না তিনি। কিন্তু একটা সময় প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন ঐশ্বরিয়া। ‘তাল’, ‘হম দিল দে চুকে সনম’, ‘জোশ’, ‘গুরু’, ‘যোধা আকবর’-এর মতো সিনেমাতে অভিনয় করেছেন তিনি। অথচ একটা সময় নাকি মাটিতে পা পড়ত না অভিনেত্রীর। ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার কথা ভেবেও ঘাবড়ে যেতেন অনেকে।

‘তাল’ সিনেমার শুটিং শুরু হওয়ার আগে নাকি কলাকুশলীদের মধ্যে খবর ছড়িয়েছিল— ঐশ্বরিয়া নাকি খুবই অহঙ্কারী। বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন বলে তার নাকি গর্বে মাটিতে পা পড়ে না। এই একই ধারণা তৈরি হয়েছিল জিভিধ শর্মারও। তিনিও এ সিনেমাতে কাজ করেছিলেন। তবে ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার পর বদলে গিয়েছিল তার ধারণা। সাবেক বিশ্বসুন্দরীর সঙ্গে কাজ করার পর তিনি বলেছিলেন— ও খুবই ভালো মানুষ।

জিভিধ শর্মা এক সাক্ষাৎকারে বলেছিলেন, লোকে বলেছিল— বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর ও খুব অহঙ্কারী হয়ে গেছে। আমারও একই ধারণা ছিল। কিন্তু ওর সঙ্গে কাজ করার পর বুঝলাম, ও একদমই তেমন মানুষ নয়। ও খুব ভালো ও সাধারণ মেয়ে। তবে ও খুব পরিশ্রমী।

ঐশ্বরিয়ার সঙ্গে কী ধরনের কথা হয়েছিল, তা নিয়েও কথা বলেছিলেন জিভিধ। তিনি বলেছিলেন— আমরা সাধারণত সিনেমার দৃশ্যগুলো নিয়েই কথা বলতাম। ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলতাম। মাঝেমধ্যে আমার মায়ের খোঁজ নিত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com