দ্রুততম নির্বাচন গণমানুষের দাবি, একক কোনো দলের দাবি না: সুলতান সালাউদ্দিন টুকু

0

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমার মাঠে নেমেছি। কাজ করছি। বাংলাদেশর জনগণ একটি নির্বাচন চায়। বিগত ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে টাঙ্গাইল স্টেডিয়ামে সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণ কি চায় সেটি প্রতিফলন হয় নির্বাচনের মধ্যে দিয়ে। কাজেই যত তাড়াতাড়ি নির্বাচন হবে, মানুষ কিন্ত স্থিতিশীলতা ও তার পছন্দ মতো সরকার পরিচালনার দায়িত্ব দিতে পারবে। এটি মানুষের নাগরিক অধিকার। ৫ বছর পর পর মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ পায়।

দ্রুততম নির্বাচন গণমানুষের দাবি। একক কোনো দলের দাবি না, গণমানুষের দাবি বল আমি মনে করি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com