সব ভয়ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে: গণি

0

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, সাংবাদিকতা আংশিক নয়, পুরো সত্য হতে হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। সব ভয়ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে।

তিনি আরও বলেছেন, যারা এ চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা নয়। সাংবাদিকরা জাতির বিবেক। আর সাংবাদিকতা দেশপ্রেম। এটি মনে রেখে সাংবাদিকতা করতে হবে।

ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com