দেশে ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আপনাদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন।
বেগম খালেদা জিয়া বলেন, দেশবাসীর যে ভোটের অধিকার তার জন্য সবাইকে মিলে প্রতিষ্ঠিত করতে হবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করছি।