ঈদযাত্রায় ভোগান্তি নিরসনে টিকিটের অতিরিক্ত মূল্য ঠেকাতে টার্মিনালে ভোক্তার অভিযান

0

ঈদযাত্রায় ভোগান্তি নিরসনে টিকিটের অতিরিক্ত মূল্য ঠেকাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৯মার্চ) সকাল সাড়ে ১০টা নাগাদ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো.আব্দুল জব্বার মন্ডরের নেতৃত্বে অভিযানটি শুরু হয়।

অভিযানকালে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রুটের সুমন ডিলাক্স (এসডি) পরিবহনের একটি গাড়ির দুই কাউন্টার থেকে এক আসন দুইবার বিক্রির কারণে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.