শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

0

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিজান নামক এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে আরও ২০০-৩০০ জনকে।

মঙ্গলবার বিকালে আদালতের নির্দেশনা মোতাবেক সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

মামলায় শামীম ওসমান ছাড়া অন্য এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন- নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সাবেক সাংসদ গাজীর পুত্র রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা।

মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ মুহূর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোডস্থ শিমরাইল মোড় অংশে ছাত্র-জনতা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করার সময়ে মামলার প্রধান আসামি শামীমসহ প্রথম ১০ জন আসামি আন্দোলন দমাতে গুলিবর্ষণের নির্দেশ দেন। পরবর্তীতে আসামিরা একত্রিত হয়ে আন্দোলনরত মানুষের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। সেই সময় ঘটনাস্থলে থাকা ভিকটিম মিজানের পায়ে গুলিবিদ্ধ হয়ে সে গুরুতর আহত হন। আহত হলে বন্ধুরা তাকে বাসায় নিয়ে যান। ৬ আগস্টে ভিকটিমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর ৮ আগস্ট হতে তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ভিকটিমের ভাই লিটন মিয়া বাদী হয়ে আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনায় মঙ্গলবার মামলাটি রুজু হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com