প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতি-অনিয়ম: দুদকের অভিযান

0

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় একটি প্রকল্পে ২৬৩ কোটি ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ জানুয়ারি) রাজধানী তেজগাঁওয়ে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলীর নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করছে। সর্বশেষ তথ্যানুসারে অভিযানকালে নথিপত্র সংগ্রহ ও অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিখন কেন্দ্রের বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেওয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।

বিগত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এ বড়মেগা প্রকল্প নেওয়া হয়েছিল। ওই কর্মসূচির আওতায় যেসব এনজিও নিয়োগ দেওয়া হয়েছে তা দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। গত জুন মাসে ২৬৩ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। ওই ব্যয়ে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ উঠেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com