সাবেক ৯ এমপিসহ ১২ জনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

0

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নসরুল হামিদ বিপু, সাবেক রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ৬ আসনের সাবেক ৮ এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুসন্ধানের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী এবং ৬টি সংসদীয় আসনের ৮ জন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

এই ৮ সংসদ সদস্যদের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন-রাজশাহী -১ এর সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, ফজলে হোসেন বাদশা ও আয়েন উদ্দিন।

এছাড়া রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, দারা মনসুর, রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও রাজশাহী-৪ ও ৮ এর সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

মো. আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com