ছাড়পত্র পেল নিষিদ্ধ ঘোষিত সেই সিনেমা

0

শোবিজ অঙ্গনের মানুষদের খারাপভাবে উপস্থাপনের অভিযোগে তিন বছর আগে ‘মেকআপ’ সিনেমাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছবিটি আবারও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। সে সময়ও সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়।

মুক্তির অনুমতি পেতে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিতে বলা হয়। সেই প্রক্রিয়া শেষে জমা দেওয়ার পর গত ১৭ ডিসেম্বর ছবিটি সিনেমা হলে মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

তবে ‘মেকআপ’ নিয়ে পরিচালক অনন্য মামুন জানালেন, তিনি এই সিনেমাটি নিয়ে কথা বলতে চান না। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাকে কোনও খবরের সাথে জড়াবেন না। এই সিনেমার ব্যাপারে কথা বলতে একদমই আগ্রহী নই।’

সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘মাত্র ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এইটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনও ক্ষতিই হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কিছু ছবি ব্যবহার করা হয়েছিলো, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। সেইসাথে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com