স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ: আজাদ খান

0

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক একে আজাদ খান বলেছেন, স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ।

তিনি আরও বলেন, চিকিৎসকদের কমিশন রোধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে। একইসঙ্গে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতে মতবিনিময় সভায় ওঠে আসা অংশীজনদের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করা হবে। জনমুখী সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আজকের সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রস্তাবনা এসেছে। এসব প্রস্তাবনা কমিশনের কাজের জন্য সহায়ক হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে স্বাস্থ্য সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সভায় চট্টগ্রামের বিভিন্ন খ্যাতনামা চিকিৎসক, মেডিকেল শিক্ষক, সরকারি কর্মকর্তারা, সেবিকারা, স্বাস্থ্যকর্মী, বেসরকারি মেডিকেলসংশ্লিষ্ট কর্মী, বিভিন্ন ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্টরা তাদের পেশাগত জীবনের বিভিন্ন সমস্যা ও সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সদস্য ডা. আজহারুল ইসলাম খান বলেছেন, রোগীদের বিদেশমুখিতা কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। সভায় অধ্যাপক ডা. আবুল ফয়েজ বলেন, গুণগত এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com