দেশে দুর্নীতি করে বাপের নাম ডুবিয়ে ভারতে পালিয়েছেন সুন্দরী শেখ হাসিনা: সোহেল

0

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, ‘দেশে দুর্নীতি করে বাপের নাম ডুবিয়ে ভারতে পালিয়েছেন সুন্দরী শেখ হাসিনা। নামের তাৎপর্য সুন্দর হলেও তার কাজ সুন্দর ছিল না। তিনি কুমিল্লা নাম নিয়েও তাল বাহানা করেছিলেন। এবার শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ।’

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইছাপুরায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব উন নবী সোহেল বলেন, অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা খুব শিগগিরই একটি নির্বাচনের ব্যবস্থা করে নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। দেশের জনগণ যেই মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিল সেই ভোটের অধিকার ফিরে পাবে নির্বাচনের মাধ্যমে। যেই গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিল সেই গণতন্ত্র তারা ফিরে পাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com