ব্যাটসম্যানদের ভালো করার চেষ্টা চলছে

0

উইকেট ভালো থাকলেও সাদা পোশাকের ম্যাচে রানই করতে পারছেন না তামিম-মুমিনুলরা। উইকেট যদি বোলিং সহায়ক হয় তাহলে তো ব্যাটসম্যানদের পক্ষে দাঁড়ানোই সম্ভব নয়! সমস্যাটা কোথায় জানা নেই। তাহলে উপায়? সামনে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের পর আবার পাকিস্তান সফর। শনিবার এ নিয়ে কোচদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করলেন তামিম-মুমিনুলরা। নিজেদের কোথায় সমস্যা হচ্ছে বুঝিয়ে বললেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু। ভারত ও পাকিস্তান সফরেও একই অবস্থা। ব্যাটসম্যানদের সঙ্গে আলোচনা করে তাদের প্রধান কোচ অনুশীলন করালেন। এরপর ডান-হাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমরা সবাই ব্যাটিং নিয়ে চিন্তিত। অনেকদিন ধরে টেস্ট ভালো যাচ্ছে না। দল হিসেবে আমরা ভালো খেলতে পারছি না। কীভাবে ফিরে আসা যায় ভাবছি। এভাবে তো আর চলতে পারে না। এজন্যই আমাদের সবাইকে আলাদা ভূমিকা দেয়া হচ্ছে। আমাদের লক্ষ্য এখন নির্দিষ্ট দায়িত্ব যেন পালন করতে পারি।’

মিঠুন বলেন, ‘প্রতিটা জয়ই দলের চেহারা পরিবর্তন করে। সেটা জিম্বাবুয়ে হোক বা অস্ট্রেলিয়া। আমাদের ভালো সময় যাচ্ছে না। এই অবস্থায় যদি জিম্বাবুয়ের বিপক্ষেও ভালোভাবে জিততে পারি, তাহলে খারাপ সময়েও আত্মবিশ্বাস খুঁজে পাব।’ তিনি বলেন, ‘ঘরের মাঠে সব সময় আমরা ভালো করছি। বাইরে আমাদের পারফরম্যান্স খারাপ। জয় পাওয়াটা এখন গুরুত্বপূর্ণ।’

এদিকে ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাহলে জাতীয় দলে এমন হচ্ছে কেন? মিঠুন মনে করছেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য।

তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমরা যে ধরনের বোলারদের খেলি তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের মান অনেক উপরে। এ কারণেই যে স্কিল নিয়ে ঘরোয়া আসরে ভালো করছি সেটা জাতীয় দলে হচ্ছে না। আমাদের মানসিক ও স্কিল দুটোরই উন্নতি করতে হবে। যত দেরি করব আমরাই তত পিছিয়ে যাব।’

মিঠুন বলেন, ‘আমরা নিজেরাই মনে করছি নির্দিষ্টভাবে আমাদের ভূমিকা নেয়া উচিত। একজন ওপেনার ও সাত নম্বরে নামা ব্যাটসম্যানের ভূমিকা এক হতে পারে না। এই জিনিসগুলো পরিকল্পনা করে পরের সিরিজে প্রয়োগ করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আজ (কাল) সালাউদ্দিন স্যার, ডমিঙ্গো, গিবসন সবাই ছিলেন। একজন খেলোয়াড়ের জন্য কী করলে ভালো হয় সেটাই করার চেষ্টা করছেন তারা।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com