আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ

0

পশ্চিমবঙ্গের আলোচিত আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন মেডিকেল কলেজটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাবেক ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দুজন। ৯০ দিন পার হলেও দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার চাঞ্চল্যকর এই মামলায় এই দুজনকে জামিন দিয়েছে আদালত।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এর আগে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন আরজি করের সাবেক অধ্যক্ষ এবং টালা থানার সাবেক ওসি। অবশেষে জামিনের আর্জি মঞ্জুর করেছে আদালত। জানা গেছে, গ্রেফতারির ৯০ দিন পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দুজনের বিরুদ্ধে চার্জশিট না দিতে পারায় জামিনের নির্দেশ দিয়েছে আদালত।

আরজি কর মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান রয়েছে। তবে শুধুমাত্র ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল অভিজিৎকে। ফলে তার জেলমুক্তিতে কোনও বাধা নেই।

তবে যখন থানায় ডাকা হবে, তখনই অভিজিৎকে যেতে হবে বলে খবর। জানা যাচ্ছে, এদিন ২০০০ টাকা বন্ডের বিনিময় জামিন পেয়েছেন আরজি করের সাবেক অধ্যক্ষ এবং টালা থানার সাবেক ওসি।

শুক্রবার আদালতে আরজি কর ধর্ষণ খুন মামলার শুনানির সময় সিবিআই জানায়, প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশ করার নির্ধারিত সময়সীমা শেষ। কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট দিচ্ছে না।

সামগ্রিকভাবে সন্দীপ-অভিজিতের জামিনের খবর ছড়িয়ে পড়তেই নানা মহলে শোরগোল পড়ে যায়। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে, তারা তদন্ত চালাচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com