রেকর্ড ছুঁয়ে শিরোপার আরেকটু কাছে লিভারপুল

0

ইংল্যান্ডের শীর্ষ লীগে নিজেদের টানা সর্বাধিক জয়ের রেকর্ড ‍ছুঁল লিভারপুল। গত বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত প্রিমিয়ার লীগে টানা ১৭ ম্যাচ জিতেছিল অলরেডরা। এবার অক্টোবর থেকে এখন পর্যন্ত লীগে নিজেদের ১৭ ম্যাচের সবকটিতেই জিতেছে কোচ ইয়ুর্গেন ক্লপের দল। সবশেষ শনিবার নরউইচকে ১-০ গোলে হারায় তারা। আর এ জয়ে শিরোপার আরো কাছে পৌঁছে গেছে লিভারপুল। ৩০ বছরের আক্ষেপ ঘুচাতে বাকি ১২ ম্যাচের মধ্যে  ৫টিতে জিতলেই হবে তাদের।

শনিবার নরউইচের মাঠে লিভারপুলের জয়ের নায়ক বদলি নামা সাদিও মানে। ৬০তম মিনিটে আলেক্স-ওক্সলেড চ্যাম্বারলিনের বদলি হয়ে নামেন মানে। ৭৮তম মিনিটে জর্ডান হেন্ডারসনের অ্যাসিস্টে করেন গোল।  দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এখন ২৫ পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল।

টানা দুবারের চ্যাম্পিয়ন সিটির সংগ্রহ ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট।

সবমিলিয়ে প্রিমিয়ার লীগে টানা ৪৩ ম্যাচ অপরাজিত লিভারপুল। আর্সেনালের টানা অপরাজিত থাকার রের্কড ভাঙতে আর ৭টি ম্যাচে হার এড়াতে হবে অলরেডদের। আর নিজেদের শেষ ৩৬ ম্যাচে লিভারপুল জিতেছে ৩৫টি। একমাত্র ড্র গত অক্টোবরে ম্যানইউর বিপক্ষে। পরবর্তী ম্যাচ জিতলে ২০১৭তে ম্যান সিটির গড়া টানা ১৮ জয়ের রেকর্ড ছুঁবে লিভারপুল। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com