আর রাতে নয়, এবার দিনে ভোট হবে: ধর্ম উপদেষ্টা

0

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,দেশে দ্রুতই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ উৎসব করে বহু‌দিন পর এবার ভোট দেবে। আর রাতের ভোট নয়, এবার দিনের বেলা‌তেই মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বার্মিংহামের বিয়ালাউঞ্জে উলামা পরিষদ আয়োজিত সিরাতুন্নবী কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা জানান, প্রবাসীরাও যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্যও বর্তমান সরকার কাজ করছে।

সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা যেন কোরআন-সুন্নাহবিরোধী কোনও আইন প্রণয়ন না হয়, সে দাবি জানানো হয় অনুষ্ঠান থেকে। সেইসঙ্গে আগামীতে যাতে করে আর কোনও ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারেও উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com