আওয়ামী লীগের আমলে গুম-খুন-নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে মানববন্ধন

0

আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, ফ্যাসিস্ট সরকার প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে। বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয়নি। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করে তারা ক্ষমতা দখলের পাঁয়তারা করেছে। এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়া, এজন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। জুলাই-আগস্টের অভ্যুত্থানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন হয়েছে। খুনি হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।

সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে। আমরা মানবাধিকার সমুন্নত একটি বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের আগামীর বাংলাদেশ দেখতে চাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com