১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীতে সর্বজনীনভাবে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

0

১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীতে সর্বজনীনভাবে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) গুলশানের একটি টাওয়ারে এ কনসার্টের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এ্যানী।

তিনি বলেন, কনসার্টে জেমস, শিরোনামহীন, কনক চাঁপা, প্রিতমসহ অনেকে থাকবেন।

দেশীয় সংস্কৃতির বিকাশে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে জানিয়ে এ্যানী বলেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসন, ভারত কিংবা উর্দু সংস্কৃতির জন্য এ দেশ স্বাধীন হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, স্বেচ্ছাসেবক দলের নেতা এস এম জিলানী, যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com