‘পুষ্পা ২’ নিয়ে উন্মাদনার মধ্যেই ‘পুষ্পা ৩’ আসছে

0

দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ নিয়ে উন্মাদনার পাশাপাশি একাধিক দুর্ঘটনার খবরও রয়েছে। এসবের মধ্যেই ছবির পরের পর্ব নিয়ে বড় ঘোষণা। ‘পুষ্পা ২’ ছবির শেষে ঘোষণা— ‘পুষ্পা ৩’ আসছে।

ছবি মুক্তির সময় একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। কোথাও বিষাক্ত গ্যাসে বেশ কিছু মানুষ অসুস্থ। কোথাও তীব্র উত্তেজনায় পদপিষ্ট হয়ে মৃত একাধিক। প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর মতো ঘটনাও ঘটেছে। তার পরও ‘পুষ্পা ২’ নিয়ে আল্লু অর্জুনের ভক্তদের উন্মাদনা কিন্তু থামেনি। সেই উল্লাস আরও জোরালো ছবির শেষে। নির্মাতা সুকুমারের তরফ থেকে ‘পুষ্পা ৩’-এর ঘোষণা হয়েছে।

ছবি দেখে আনন্দে ভাসতে ভাসতে যখন অনুরাগীরা ফিরেছেন তখনই মন খারাপের মতো খবর। ছবির সিক্যুয়েল হবে, কিন্তু দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষা! একটা ছবির জন্য এতগুলো বছর অপেক্ষায় থাকতে হবে? কিছুতেই মেনে নিতে পারছেন না নায়কের ভক্তেরা। তাঁদের প্রশ্ন, কোনও ছবির প্রত্যেক ফ্র্যাঞ্চাইজ়ি যদি ব্লকবাস্টার হয়, তা হলে সেই ধারা ধরে রাখতে দ্রুত তার পরের পর্ব দর্শককে উপহার দেওয়া উচিত। তাঁরা অবাক, সুকুমার বা আল্লু অর্জুন সেই পথে হাঁটছেন না!

ছবির পরবর্তী পর্ব নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই এত সময় নেওয়ার কারণ জানিয়েছেন নির্মাতা। সুকুমারের প্রথম যুক্তি, ছবির চিত্রনাট্যে সবে হাত দিয়েছেন। ফলে সেটি তৈরি করতে অনেকটা সময় লাগবে। দুই, একই ভাবে আল্লু অর্জুনের হাতে একাধিক ছবির কাজ রয়েছে। সেগুলো ‘পুষ্পা ২’-এর জন্য থমকে ছিল। এ বার সেই ছবিগুলোর কাজ শেষ করতে হবে নায়ককে। ফলে, ছবিটি মুক্তি পাবে ২০২৮ কিংবা ২০২৯ সালে।

পাশাপাশি, আরও একটা কথা ঘুরছে দক্ষিণী বিনোদন দুনিয়ায়। পরের পর্বে দর্শকের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। ছবির খলনায়ক বদলে যেতে পারে। দ্বিতীয় পর্বে দুই জবরদস্ত খলনায়ক ফহাদ ফাসিল এবং তারক পোন্নাপ্পা দুরন্ত অভিনয় করেছেন। আগামী ছবিতে সেই জায়গাতেই নাকি অভিনয় করতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com