বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, অন্য কোনো শক্তির কাছে মাথা নত করবে না: রিপন
বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য বাংলাদেশের মানুষের সঙ্গে দুশমনি শুরু করেছে ভারত। দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, অন্য কোনো শক্তির কাছে বাংলাদেশের মানুষ মাথা নত করবে না।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, রাজনীতির আখলাক পরিবর্তন করা প্রয়োজন। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ফিটিংবাজের রাজনীতি আর মানুষ চায় না। ভালো মানুষ সংসদে গেলে সরকার ভালো গঠন হবে, ভালো সরকার ভালো আইন তৈরি করবে। ৫ আগস্টের আগের পরের রাজনীতি সম্পূর্ণ আলাদা। দেশে একটি সুশাসন প্রতিষ্ঠা হবে। হিন্দু-মুসলমান সবাই সমান অধিকার পাবে। হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের মানুষকে বদনাম করার জন্য একটি সাম্প্রদায়িকতার অভিযোগ করা হয়েছে। আমরা তীব্রভাবে এর নিন্দা করেছি। এ সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছি।