বিএনপি অফিস ঘিরে কড়া পুলিশ পাহারা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। আজ সকাল ৯টার পরপরই বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের মুখোমুখি ফুটপাতে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলের আগেই পুলিশ এ অবস্থান নেয়।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ ৪০-৫০ জন কর্মী সে সময় প্রধান ফটকের ভেতরে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিচ্ছিলেন। বিএনপি অফিসের ৫ গজ দূরেই পুলিশের সাঁজোয়া যান অবস্থান নিয়েছে। নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
কার্যালয়ের ভেতরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অফিস কর্মীরা রয়েছেন। বেলা পৌনে ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি সারাদেশের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ২টায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলো।