সেঞ্চুরি হাঁকিয়ে বার্তা দিলেন মুশফিক

0

বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে বার্তা দিলেন মুশফিকুর রহীম। পাকিস্তান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া মুশফিকুর রহীম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলে জায়গা পাবেন কি না, কদিন আগে এমন গুঞ্জন শোনা গিয়েছিল। গুঞ্জনটা তৈরি হয়েছিল আসলে বিসিবির বিভিন্ন কর্মকর্তা আর প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মন্তব্যে। তবে কক্সবাজারে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিক জানিয়ে দিলেন, ‘আমি তৈরি।’

ঘরোয়া প্রথম শ্রেণির আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে গতকাল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৭২ রানে অলআউট হয় বিসিবি উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের ইনিংসে ১৪০ রান করেন মুশফিক। ইনিংসের শুরুর দিকে হাসান মাহমুদের বলে একবার ‘জীবন’ পাওয়াটা বাদ দিলে অনবদ্য ইনিংস খেলেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এদিন মুশফিক খেলেছেনও ওয়ানডে মেজাজে। সেঞ্চুরি পূর্ণ করেন ১১৬ বলে।

৯৯ রান থেকে তিন অঙ্কে পৌঁছেন হাসানকে ছক্কা মেরে। পূর্বাঞ্চলের অফ স্পিনার নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে সতীর্থ ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে ক্রিজে অবিচল ছিলেন মুশফিক। হাসানের বলে বোল্ড হওয়ার আগে ১৬ চার, ১ ছক্কায় ৮৯.১৭ স্ট্রাইকরেটে করেন ১৫৭ বলে ১৪০ রান। মুশফিকের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ এসেছে নাঈম ইসলামের ব্যাট থেকে, উত্তরাঞ্চলের অধিনায়ক করেন ৩১ রান। পূর্বাঞ্চলের বল হাতে অফস্পিনার নাঈম হাসান নেন ১০৭ রানে ৮ উইকেট। ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ইনিংসে ৮ উইকেট পেলেন ১৯ বছর বয়সী নাঈম হাসান। জবাবে দলীয় মাত্র ৩ রানে দুই উইকেট খোয়ায় পূর্বাঞ্চল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পিনাক ঘোষকে (৩) সঞ্জিত সাহা ও মোহাম্মদ আশরাফুলকে (০) সাজঘরে ফেরান সাঞ্জামুল ইসলাম।

কক্সবাজারে বিসিএলের অন্য ম্যাচে গতকাল দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২৩৫ রানে অলআউট হয় ওয়ালটন মধ্যাঞ্চল । সেঞ্চুরি করেন মার্শাল আইয়ুব। দক্ষিণাঞ্চলের অফ স্পিনার মেহেদী হাসানের শিকার হওয়ার আগে মার্শাল করেন ১১৩ রান। মেহেদীর শিকার ৩ উইকেট। জবাবে ২৯/২ সংগ্রহ নিয়ে ম্যাচের প্রথম দিনের খেলা শেষ করে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলের পেস তারকা ইফরান হোসেনের ডেলিভারিতে সরাসরি বোল্ড হন শাহরিয়ার নাফীস। আর নাজমুল হোসেন শান্তর ক্ষিপ্র ফিল্ডিংয়ে রানআউটে কাটা পড়ে ইরফান শুকুরের উইকেট।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com