‘ভিডিও মোবাইল’ দেখে যুবসমাজ ধ্বংস হচ্ছে: আহমদ শফি

0

মোবাইল ফোন দেখে যুবসমাজ দিন দিন ‘ধ্বংস হচ্ছে’ বলে মন্তব্য করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফি।

চট্টগ্রামের বাঁশখালী জলদী মাখজানুল উলুম বাইঙ্গাপাড়া (বাঁশখালী বড় মাদ্রাসার) ৯২তম বার্ষিকী মাহফিলে শুক্রবার এ কথা বলেন তিনি।

আল্লামা আহমদ শফি এই মাদ্রাসার পরিচালক। তিনি মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শুক্রবার সকালে তিনি হেলিকপ্টারে করে মাদ্রাসার ছাদে অবতরণ করেন।

পরে তিনি মাহফিলে অংশ নিয়ে বলেন, ‘ছেলেমেয়েদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করুন। তাদের ভিডিও মোবাইল দেবেন না। কারণ এ মোবাইল দেখে দেখে যুব সমাজ দিন দিন ধ্বংস হচ্ছে’।

‘ভিডিও মোবাইল’ নয় লেখাপড়ার প্রতি মনোযোগী করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।

আহমদ শফি আরো বলেন, ‘আপনারা যারা অভিভাবক, স্কুল-কলেজে ছেলেমেয়েদের না দিয়ে মাদ্রাসায় দেন। তারা নামাজি হবে, দ্বীনি এলেম অর্জন করবে’।

প্রত্যেক পরিবারকে নামাজি হওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, আপনারা যারা অভিভাবক আছেন, তারা ছেলেমেয়ের হাতে মোবাইল দেবেন না। মোবাইলের দ্বারা লেখা পড়া হচ্ছে না। আপনার সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দাড়ি নবীর সুন্নত, সবাই আজ থেকে দাড়ি রাখবেন’।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল জলীল, আল্লামা মুফতি আজিজুল হক আলমাদানী চট্টগ্রাম, মুফতি ফয়জুল্লাহ লালবাগ ঢাকা, মুফতি ফজলুল হক আমিনীর (রাহ.) জামাতা ঢাকা লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, আল্লামা ছৈয়দুল আলম আরমানী রাজঘাটা মাদ্রাসা, আল্লামা মোস্তাফা নুরী চকরিয়া, মাওলানা ওবাইদুল্লাহ রফিকী ঢাকা, মাওলানা ফেরদাউস উর রহমান ঢাকা, আল্লামা মাওলানা জাহেদ বিন ইউনুছ, আল্লামা আনোয়ার শাহ আযহারী, হেফাজতের যুগ্ন মহাসচিব মুইনুদ্দীন রুহী, মাওলানা মির্জা ইয়াছিন আরাফাত, মাওলানা আব্দুল্লাহ সায়েম, চট্টগ্রাম নাছিরাবাদ মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল জাব্বার, বাঁশখালী মনকিচর এমদাদুল আলম মাদ্রাসা পরিচালক মাওলানা আবু বক্কর, ড. আল্লামা বায়েজীদ, মুফতি শামশুউদ্দীন আফতাব, হাফেজ আব্দুর রহমান বিন আব্দুস সোবহান, মাদ্রসার সাবেক মোহতামিম মাওলানা নুরুল হক সুজিস, প্রতিষ্ঠাতা পুত্র আলহাজ মাওলানা ছাবের আহমমদ, বাঁশখালী জলদী আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সোয়াইব, অ্যাডভোকেট মো. নাছির, উক্ত মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক মানবকন্ঠের বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com