পাপন সাহেব, এ জন্যই আপনাদের মানুষ সহ্য করতে পারে না: আসিফ নজরুল

0

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তাদের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ছবিটিতে দেখা গেছে, বিশ্বজয়ী কিশোরদের পেছনে রেখে বিসিবি কর্মকর্তারা ছবি তুলেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় বইছে।

বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি লেখেন, ‘পাপন সাহেব, এ জন্যই আপনাদের বহু মানুষ সহ্য করতে পারে না। বিসিবি সভাপতি হিসেবে আপনি সামনে দাঁড়িয়েছেন ঠিক আছে।’

‘কিন্তু বিশ্বজয়ী কিশোরদের পেছনে ঠেলে কীভাবে সামনে দাঁড়াল আপনার অন্য লোকজন? এমন রুচিহীন হয় কীভাবে মানুষ?’

প্রসঙ্গত গত রোববার নাক উঁচু ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বাংলাদেশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com